ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশে আবারো বড় পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
পুলিশে আবারো বড় পদোন্নতি বাংলাদেশ পুলিশ

ঢাকা: নির্বাচনের মাত্র ১০ দিন আগে বড় ধরনের পদোন্নতি দেওয়া হলো পুলিশ বাহিনীতে। ২৬৮ সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ সদর দফতরের সুপারিশে রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক পরিপত্রে পদোন্নতির এ আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, পদোন্নতি পাওয়া যে সকল কর্মকর্তা বর্তমানে শান্তি রক্ষা মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ এবং লিয়নে কর্মরত আছেন তারা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে।

তার আগে তারা কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে বহাল থেকেই দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে অবিলম্বে এই পদোন্নতি কার্যকর হবে।

পদোন্নতি প্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০,২০১৮
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।