ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
নোয়াখালীতে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার ছবি : প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সদর, সেনবাগ ও কবিরহাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকায় নাশকতা সৃষ্টিসহ আরো বিভিন্ন অভিযোগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানসহ ৪জন, সদর উপজেলার ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নেয়াজপুর  ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নেয়াজপুর ইউনিয়ন বিএনপি সদস্য জামাল উদ্দিন, বিএনপি নেতা আবুল কালাম ও কবিরহাট পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি মাকছুদুর রহমান মাসুদ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমএমইউ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।