ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ডোবা থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
গোবিন্দগঞ্জে ডোবা থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে মোফাজ্জল হোসেন প্রামাণিক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার শালমারা ইউনিয়নের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত মোফাজ্জল হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ থানার পূর্ব জাহাঙ্গীরাবাদ আমতলী গ্রামের আলতাফ আলী প্রামাণিকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন মহিমাগঞ্জ-সোনাতলা সড়কে জীবনগাড়ী ব্রিজের পাশের ডোবায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোফাজ্জল হোসেন অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে মোফাজ্জল হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।