ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
সাদুল্যাপুরে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে অগুনে দগ্ধ হয়ে শুমর্ত ভান বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর বাজারের (খোলাহাটি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শুমর্ত ভান বেওয়া রসুলপুর বাজারের (খোলাহাটি, টাওয়ার সংলগ্ন) গ্রামের মৃত্যু আব্বাস আলীর মেয়ে ও একই গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী।

পরিবারের লোকজনের ধারণা, শীত নিবারণের জন্য ঘরের মধ্যে পুরনো কাপড়ে আগুন জ্বালায় শুমর্ত ভান বেওয়া। অসাবধানতবশত সেই আগুন পড়নের কাপড়ে ও শরীরে লেগে দগ্ধ হয়ে মারা যান তিনি।  

রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মো. আলম মিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকেই শুমর্ত ভান তার বাবার বাড়িতে থাকতেন। সন্ধ্যার পর ঘরের মধ্যে ভাত খাচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ করেই শরীরে আগুন লাগে শুমর্ত ভানের। ঘরে আগুন ও তার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে অগ্নিদগ্ধ দেখতে পায়। আগুনে শরীরের বেশিরভাগ দগ্ধ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তার মৃত্যুর বিষয়টি থানায় অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।