ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে গুলিবিদ্ধ ডাকাত আটক, আহত ২ পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
সাদুল্লাপুরে গুলিবিদ্ধ ডাকাত আটক, আহত ২ পুলিশ

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে ডাকাতির প্রস্ততিকালে পুলিশের গুলিতে আহত ছামিউল ইসলাম (৩৫) নামে এক  ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১২দিকে উপজেলার ইদ্রাকপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ ডাকাত সামিউল উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত কবিজ উদ্দিন ছেলে। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি জব্দ করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইমরানুল কবির বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইদ্রাকপুর এলাকায় ডাকাতির প্রস্ততিকালে অভিযান চালায় পুলিশ। এসময় গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।