ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরুড়ায় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
বরুড়ায় যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া-চাঁদপুর গ্রামের হাফিজ মার্কেট থেকে ২০০ গজ পশ্চিমে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।  

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, যুবকটিকে এক সপ্তাহ আগে ওই পুকুরের আশপাশে দেখতে পেয়ে স্থানীয় এক নারী তাকে খাবার দিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গলায় তাবিজ ছিল। যে পোশাকে এক সপ্তাহে তাকে দেখা গিয়েছিল, সে পোশাক মরদেহ উদ্ধারের সময় পরনে ছিল।  

তিনি আরও জানান, ওই যুবকের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।