ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিশ্রুতি বাস্তবায়নই আমাদের লক্ষ্য: হাছান মাহমুদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
প্রতিশ্রুতি বাস্তবায়নই আমাদের লক্ষ্য: হাছান মাহমুদ ড. হাছান মাহমুদের ফাইল ফটো

ঢাকা: নতুন মন্ত্রিসভার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দীর্ঘ ছয় বছর প্রচার সম্পাদক হিসেবে দলের দায়িত্ব পালন করেছি। এখন প্রধানমন্ত্রী আমাকে রাষ্ট্রের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন, তা আমি যথাযথভাবে পালন করবো।

তিনি বলেছেন, দেশের মানুষ আমাদের আবারও ক্ষমতায় এনেছেন। মানুষকে আমরা নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছি।

এখন সে প্রতিশ্রুতি বাস্তবায়নই আমাদের লক্ষ্য।

রোববার (০৭ জানুয়ারি) শপথ গ্রহণের পর  বঙ্গভবনের সামনে সাংবাদিকদের হাছান মাহমুদ এ কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।