ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে গণধর্ষণ: ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
সুবর্ণচরে গণধর্ষণ: ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে ভোটের জেরে এক নারীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামি সালাউদ্দিন ও আবুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (০৭ জানুয়ারি) বিকেলে গণধর্ষণ মামলার তিন আসামি সালাউদ্দিন, আবুল ও মুরাদকে রিমান্ড আবেদনের জন্য আদালতে হাজির করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

এসময় সালাউদ্দিন ও আবুল নোয়াখালী আমলি আদালত-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালত বিষয়টি আমলে নিয়ে তা রেকর্ড করেন।  

অন্যদিকে, অপর আসামি মুরাদের রিমান্ড আবেদন শুনানির জন্য গ্রহণ করেন আদালত।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।