ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনী: ফেনীর ফুলগাজীতে ট্রাকের ধাক্কায় হাফেজ জাহিদুল ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম ফুলগাজী সদর ইউনিয়নেরু গাবতলা গ্রামের শফিকুর রহমানের ছেলে।

তিনি মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় মসজিদের ইমাম হাফেজ জাহিদুল ইসলাম ও বন্ধু আবদুল জাব্বারসহ (২৩) মোটরসাইকেল মাদ্রাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি ফুলগাজী কলাবাগানস্থলে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

মুমুর্ষূ অবস্থায় তাদের উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আরএমও আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।