ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে পাচার ৩ কিশোরকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
ভারতে পাচার ৩ কিশোরকে বেনাপোলে হস্তান্তর ফেরত আসা তিন কিশোর। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিন কিশোরকে চার বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে যশোরের বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করে।  

বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করলে সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

 

ফেরত আসা কিশোররা হলো-সাতক্ষীরার পাটকেলঘাটার খলিশকালী গ্রামের হাকিম উদ্দীনের ছেলে সুজন সদ্দার (১০) ও রিপন সদ্দার (১৫) এবং একই জেলার শ্যামনগর উপজেলার পানখালী গ্রামের হরিদাসের ছেলে রঞ্জন (১২)।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নাসিমা খাতুন বাংলানিউজকে জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের উত্তর ২৪ পরগনার ধুব্রআশ্রম নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। একপর্যায়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায়।  

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম তিন কিশোর ফেরত আসার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯ 
এজেডএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।