ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেমরায় ২ শিশু খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
ডেমরায় ২ শিশু খুনের ঘটনায় মামলা

ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়ায় শিশু ফারিয়া ও নুসরাতকে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নিহত নিসরাতের বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে ডেমরা থানায় মামলাটি দায়ের করেন।  

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, নিহত নুসরাতের বাবা পলাশ বাদী হয়ে গোলাম মোস্তফা ও আজিজুল নামে দু’জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন।

 

অভিযুক্তদের কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে, দুপুরে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ওই দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত করা হয়।

ওসি সিদ্দিকুর বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহত নুসরাতের কপাল এবং বাম চোখ ও নাকের উপরে কালো দাগ আছে। আর ফারিয়ার গলার ডান পাশের সামনের দিকে কালচে দাগ রয়েছে। আমাদের ধারণা, ওই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এর আগে সোমবার (৭ জানুয়ারি) রাতে ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলার নিচতলার একটি কক্ষ থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।