ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে ৯৮০ রাউন্ড গুলিসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
বাঘাইছড়িতে ৯৮০ রাউন্ড গুলিসহ ২ যুবক আটক বাম থেকে আটক দুই যুবক ও জব্দকৃত গুলি। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মেশিনগানের ৯৮০ রাউন্ড তাজা গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সাজেক ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- কর্ণ মোহন ত্রিপুরা (২৬) ও সাগর ত্রিপুরা (২৪)।

 

পুলিশ সূত্রে জানানো হয়- সাজেক ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করছে। এরই ধরাবাহিকতায় পুলিশ সাজেকের বাঘাইহাট এলাকায় নিরাপত্তা চৌকি স্থাপন করে। এ সময় দুই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হলে তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ৯৮০ রাউন্ড তাজা গুলি উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবকদের বিরুদ্ধে সাজেক থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।