ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
গাজীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন বিজিবির তৎপরতা, ছবি: বাংলানিউজ

গাজীপুর: পোশাক কারখানার শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (০৯ জানুয়ারি) সকাল থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিজিবি টহল দিচ্ছে।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বাংলানিউজকে বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিজিবি টহল শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
আরএস/ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।