ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতিকে চাকরি থেকে অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতিকে চাকরি থেকে অব্যাহতি

খুলনা​: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহাকে মাস্টার রোলের কর্মচারী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের খুলনা জেলা কমিটির আহ্বায়ক উজ্জল কুমার দাবি করছেন, রাজনৈতিক কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন উজ্জল কুমার। গত ৮ জানুয়ারি কেসিসির সচিব মো. আজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে কেসিসির ‘ভান্ডার অফিসে দুর্নীতি’র অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

উজ্জল কুমার সাহা গত ১ অক্টোবর থেকে ওএসডি অবস্থায় কেসিসির খালিশপুর শাখা অফিসে সংযুক্ত ছিলেন। এর আগে তিনি কনজারভেন্সি বিভাগের ভান্ডার শাখায় কর্মরত ছিলেন।

চাকরিচ্যুতির বিষয়ে কেসিসির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার কোনো বক্তব্য দিতে রাজি হননি।  

উজ্জল কুমার সাহা বলেন, বর্তমান মেয়র (তালুকদার আবদুল খালেক) দায়িত্ব নেওয়ার পরদিন আমার মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। এরপর আমাকে ওএসডি করা হয়। সর্বশেষ বরখাস্ত করা হয়েছে। রাজনৈতিক কারণেই এগুলো করা হয়েছে।  

তিনি বলেন, গত ১ অক্টোবর খালিশপুর অফিসে সংযুক্তির আগে ভান্ডারের সব হিসাব বুঝিয়ে দিয়ে এসেছি। এই ৩ মাস এ ব্যাপারে কেউ একটি কথাও বলেনি। ভান্ডার শাখায় দুর্নীতির অভিযোগ সঠিক নয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।