ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

আরসার ঘাঁটি নিয়ে মিয়ানমারের অভিযোগের প্রতিবাদ 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
আরসার ঘাঁটি নিয়ে মিয়ানমারের অভিযোগের প্রতিবাদ 

ঢাকা: মিয়ানমারের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মি (আরসা) ও মিয়ানমারের আরাকান আর্মির (এএ) ঘাঁটি থাকার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলেও উল্লেখ করা হয়েছে। 

বুধবার (০৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মিয়ানমারের প্রেসিডেন্ট অফিসের মুখপাত্রের বরাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশ সরকার জানতে পেরেছে, বাংলাদেশে মিয়ানমারের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী আরসার দুইটি ঘাঁটি ও আরাকান আর্মির তিনটি ঘাঁটি রয়েছে বলে অভিযোগ করেছে মিয়ানমার।

 

তবে মিয়ানমারের এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।  বাংলাদেশের কোথাও কোনো এলাকায় জঙ্গি ও বিদ্রোহী গোষ্ঠীর  কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার  পুরোপুরি জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।  

‘বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ যে, দেশের  মাটিতে বসে কোনো জঙ্গি গোষ্ঠীর কর্মকাণ্ড  পরিচালনা করতে দেওয়া হবে না। ’

মিয়ানমারের এমন ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক সমস্যার জন্যই মিয়ানমারের বর্তমান অস্থিরতা বিরাজমান। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার দায় বাংলাদেশের ওপর না চাপালেই বাংলাদেশ সন্তোষ প্রকাশ করবে।  

‘বাংলাদেশ  জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিকভাবে সন্ত্রাস ও  জঙ্গীবাদ প্রতিরোধে কাজ করছে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গেও সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে প্রস্তুত রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।