ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
শেখ হাসিনাকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। 

এক বার্তায় এ অভিনন্দন জানিয়ে লি সিয়েন দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। বুধবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হওয়ার পর শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানাই।  বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দীর্ঘ দিনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আমি আশা করছি, দুই দেশের মধ্যে সহযোগিতা, বন্ধুত্ব ও মানুষে-মানুষে যোগাযোগ আরও গভীর হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।