ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

গোলাপগঞ্জে বাসচাপায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
গোলাপগঞ্জে বাসচাপায় নিহত ২

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।

বুধবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট-জকিগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নুল ইসলামের বাড়ি জকিগঞ্জ উপজেলার শাহবাগপুর মুহিতপুর গ্রামে ও আল আমিন (২৮) গোলাপগঞ্জ সদর ইউনিয়নের স্বরসতী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

আহতরা হলেন- জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিতপুর গ্রামের এহিয়া আহমদ (১৮)। তবে তাৎক্ষণিকভাবে আহত অন্যদের নামপরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, বুধবার বিকেলে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা জইনুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্য চার যাত্রী। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলীপ কুমার নাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দু’জন যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।