ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে হুন্ডির টাকাসহ ভারতীয় সিঅ্যান্ডএফ কর্মচারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
বেনাপোলে হুন্ডির টাকাসহ ভারতীয় সিঅ্যান্ডএফ কর্মচারী আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ হুন্ডির টাকাসহ জাকিরুল গাজী (৩০) নামে ভারতীয় এক সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীকে আটক করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

বুধবার (০৯ জানুয়ারি) দুপুর ২টায় বেনাপোল সীমান্ত অতিক্রমের সময় চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

জাকিরুল ভারতের ২৪ পরগণার বনগাঁ থানার জয়পুর গ্রামের সামসুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, জাকিরুল ভারতে প্রবেশের আগ মুহূর্তে তার গতিবিধি দেখে সন্দেহ হয়। এ সময়  বিজিবি চেকপোস্টে তাকে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। পরে তার শরীর থেকে  ৫ লাখ টাকা জব্দ করা হয়।  

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াব বাংলানিউজকে বলেন, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বলেছেন- এসব হন্ডির টাকা।  

তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এজেডএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।