ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

৩০ গুণী ব্যক্তিকে কালের কণ্ঠের সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
৩০ গুণী ব্যক্তিকে কালের কণ্ঠের সম্মাননা অধ্যাপক সন্‌জীদা খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোকিত মানুষ গড়ার কারিগর শিক্ষকসহ ৩০ গুণী ব্যক্তির প্রতি সম্মাননা জানিয়েছে দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ। 

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিন বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সঙ্গে নিয়ে সম্মাননাপ্রাপ্তদের হাতে স্মারক তুলে দেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।

 

এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামালসহ অতিথিরা উপস্থিত ছিলেন।  

‘ধন্যবাদ, স্যার’ শীর্ষক সম্মাননা পাওয়া গুণী ব্যক্তিরা হলেন - প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান, প্রফেসর সন্‌জীদা খাতুন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, ড. সিরাজুল ইসলাম চৌধুরী, যতীন সরকার, অসিতবরণ ঘোষ, শাহনাজ পারভীন, মফিজ উদ্দীন, সৈয়দ ফরহাদ আনোয়ার, মোস্তফা সরয়ার ফারুকী, সালমান খান, হাসান আজিজুল হক, অজয় রায়, মোহাম্মদ তানজীম উদ্দিন খান অন্যতম।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  ছবি: রাজীন চৌধুরীঅনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, একটি জাতির শ্রেষ্ঠ মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষকেরা। তারাই আমাদের যথাযথ দিক-নির্দেশনা দেন। শিক্ষকদের এই সংবর্ধনা দিতে পেরে কালের কণ্ঠ পরিবার সম্মানিত।  
 
সম্মাননা পাওয়াদের একজন মোহাম্মদ তানজীম উদ্দিন খান বাংলানিউজকে বলেন, এ রকম সংবর্ধনা পাওয়া সত্যিই আনন্দের এবং সম্মানের। আমাদের সমাজে যখন শিক্ষকদের সেভাবে মূল্যায়নের বিষয়টি এক রকম উঠেই গেছে তখন কালের কন্ঠের এই উদ্যোগ অন্য সবার জন্য অনুকরণীয়। আমি মনে করি শুধু শিক্ষকই না, অন্য খাতের গুণীজনদেরও সম্মাননা দেওয়া উচিত।

এদিকে ‘অর্জনের ধারা: বাংলাদেশ’ শীর্ষক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ইডব্লিউএমজিএল চত্বরে বৃহস্পতিবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।  

ফুল হাতে কালের কণ্ঠ পরিবারকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানমালায় যোগ দেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  

কালের কণ্ঠ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার।  ছবি: রাজীন চৌধুরীদিনের শুরুতে কেক কেটে ও ফুল দিয়ে কালের কণ্ঠ পরিবারকে শুভেচ্ছা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, জাতীয় সংসদের হুইপ ইকবাল উর চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হোসাইন প্রমুখ।  

জন্মদিনে কালের কণ্ঠ পরিবারকে বাংলানিউজের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও নির্বাহী সম্পাদক মোস্তফা কামালের হাতে ফুলের তোড়া তুলে দেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার।  

এ সময় বাংলানিউজের আউটপুট এডিটর (ইংরেজি) এস এম সালাউদ্দিন, লাইফস্টাইল এডিটর শারমীনা ইসলাম, কান্ট্রি এডিটর শিমুল সুলতানা, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর হুসাইন আজাদ, প্রশাসনিক কর্মকর্তা প্রণব চৌধুরী উপস্থিত ছিলেন।  

ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইংরেজি দৈনিক ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ প্রমুখ।  

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকেও কালের কণ্ঠ পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।  

সম্মাননা প্রাপ্তদের সঙ্গে অতিথিরা।  ছবি: রাজীন চৌধুরীদিনভর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পাঠক ও শুভানুধ্যায়ীদের পদচারণায় মুখর ছিলো ইডব্লিউএমজিএল প্রাঙ্গণ।  

এর আগে বুধবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় কালের কণ্ঠ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও তার সহধর্মিণী সাবরিনা সোবহান।  

‘আংশিক নয়, পুরো সত্য' স্লোগানে ২০১০ সালের ১০ জানুয়ারি আত্মপ্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। বস্তুনিষ্ঠতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রকাশের অল্প সময়ের মাঝেই পাঠকপ্রিয়তা লাভ করে নন্দিত দৈনিকটি।  
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এসএইচএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।