ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় রাজন আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার রহনপুর রেলস্টেশনের নিমতলায় এ হামলার ঘটনা ঘটে।  

নিহত রাজন উপজেলা রহনপুর পৌর এলাকার হঠাৎপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে।

 

এ ঘটনায় হামলাকারী রহনপুর রেলস্টেশনপাড়ার মাসুদের ছেলে আশিককে বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিশাটোলা গ্রাম থেকে আটক করেছে পুলিশ।  

গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম জাকারিয়া বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে রহনপুর রেলস্টেশনের নিমতলায় রাজনকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে বাম পায়ে আঘাত করে পালিয়ে যায় আশিক।  

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রামেকে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রাজনের।  

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিশাটোলা গ্রাম থেকে আশিককে আটক করা হয়। তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।