ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দ আশরাফ স্মরণে হোসেনপুরে দোয়া-মিলাদ মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
সৈয়দ আশরাফ স্মরণে হোসেনপুরে দোয়া-মিলাদ মাহফিল সৈয়দ আশরাফ স্মরণে হোসেনপুরে দোয়া-মিলাদ মাহফিল। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হকের সঞ্চালনায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম, সদস্য শাহজাহান পারভেজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাকিম তানিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আল-আমিন অপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুস সাকিব প্রমুখ।

দোয়া পরিচালনা করেন হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়াল দুলাল।

দোয়া মাহফিলে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।