ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
পটুয়াখালীতে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুর থেকে ৮৪০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মহিপুর ডকইয়ার্ডের মিস্ত্রী আনোয়ার এবং তার ছেলে মহিপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহফুজ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অ‌ভিযান চা‌লি‌য়ে মাহফুজ নামক এক কিশোরকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এরপর তার দেওয়া তথ্যানুযায়ী মহিপুর বন্দরে তাদের বসত ঘরে অভিযান চালিয়ে স্কুলব্যাগ থেকে আরও ৭৯০ পিস ইয়াবাসহ বাবা আনোয়ারকে (৪০) আটক করা হয়।  

এ ঘটনায় মহিপুর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।