ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মাধবকুণ্ডে পর্যটকবাহী বাস উল্টে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
মাধবকুণ্ডে পর্যটকবাহী বাস উল্টে আহত ১২

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার পথে পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১২ জন পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ছয়জন।

শনিবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবকুণ্ড সড়কের গৌড়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মাধবকুণ্ডে আনন্দভ্রমণে যাচ্ছিলো সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

পথে মাধবকুণ্ড সড়কের খলাগগাও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে (সিলেট জ- ০৪-০১৬৯) বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে মোট ১২ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- আবু মুছা, খালেদা ইয়াসমিন, আজিজুন নাহার, খালেদ মিয়া, নাবিহা তাসনিম, হাবিবুন নাহার। অন্যান্য আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা যায়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুধাংশু বাংলানিউজকে বলেন, আহত অবস্থায় ১২ জন পর্যটক হাসপাতালে আসেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ছয় জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।