ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে গাছের ডাল মাথায় পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
হোসেনপুরে গাছের ডাল মাথায় পড়ে শ্রমিক নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গাছের ডাল পড়ে বাদল মিয়া (৪০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নামাসিদলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদল ওই গ্রামের মৃত সুবেদ আলী শিকদারের ছেলে।

তিনি অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে ওই গ্রামের মকবুল হোসেনের একটি রেইনট্রি গাছ কাটার কাজ করছিলেন লালু মিয়া নামে এক কাঠুরিয়া। এসময় গাছের একটি ডাল বাদল মিয়ার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এখনো পর্যন্ত থাকায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।