ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে দুর্বৃত্তদের আগুনে পুড়লো কৃষকের ৪ গরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
কমলনগরে দুর্বৃত্তদের আগুনে পুড়লো কৃষকের ৪ গরু আগুন, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে কৃষকের চারটি গরু। এতে ওই কৃষক পরিবারের অন্তত চার লাখ টাকা ক্ষতি হয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার বিষয়টি জানিয়েছেন।

এর আগে শুক্রবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে কৃষক খলিলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

কৃষকের স্ত্রী রোকেয়া বেগম বাংলানিউজকে জানান, রাতে গোয়ালঘরে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে আসে। ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি গরু পুড়ে মারা যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, বিষয়টি শুনেছি, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।