ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় রকিব (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা শহরের উত্তর মোড়াইল এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রকিব ওই এলাকার আব্দুল আজিজের ছেলে।

তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, দু’দিন আগে কাজীপাড়া এলাকার কতিপয় বখাটে যুবকের সঙ্গে ঝগড়ার জের ধরে রকিবকে পরিকল্পিতভাবে খুন করে ঘরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে এবং ঘরের কক্ষটি ছিল বাইরে থেকে তালা বদ্ধ।

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।