ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী আহত

হবিগঞ্জ: হবিগঞ্জ-লাখাই সড়কে ব্যাটারিচালিত দুই টমটমের সংঘর্ষে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলো- লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জেরিন আক্তার ও জুয়েল মিয়া এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমা রানী দাশ।

তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন শিক্ষার্থী হবিগঞ্জ-লাখাই সড়ক দিয়ে টমটমে করে যাচ্ছিলো। পথে অপর একটি টমটমের ধাক্কায় শিক্ষার্থীবাহী টমটমটি উল্টে যায়। এতে ওই তিন শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।  

আহত শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে পলাতক টমটম চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।