ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৮দিন পর কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
৮দিন পর কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা কারখানায় ঢুকছেন শ্রমিকরা। ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): শ্রমিক অসন্তোষের কারণে টানা আটদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল থেকে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার প্রতিটি তৈরি পোশাক কারখানায় পুরোদমে কাজ চলছে।

সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের কারখানার ভেতরে ঢুকতে দেখা যায়। তবে, কারখানার ভেতরে ও বাইরে অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে।

কারখানার সামনে পুলিশের সতর্ক অবস্থান।  ছবি-বাংলানিউজ

এদিকে, একটি কারখানার সামনে ঝুলতে দেখা গেছে 'নো ওর্য়াক, নো পে’ ‘কাজ না করলে বেতন নাই' লেখা নোটিশ। একটি কারখানার সামনে ঝুলতে দেখা গেছে এই নোটিশ।  ছবি-বাংলানিউজ

ঢাকা-১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা সামিনুর রহমান বলেন, আমি এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজ করছে। তবে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।