ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ইয়াবাসহ ৩ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
কক্সবাজারে ইয়াবাসহ ৩ যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারে পৃথক এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন-আব্দুল্লাহ (৩০), জসিম উদ্দিন (২৮) ও আলম (৪৮)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, গোপন খবর পেয়ে সদর থানার একদল পুলিশ কক্সবাজার বিমানবন্দরের সামনে যায়। এ সময় প্রধান ফটকে আব্দুল্লাহকে (৩০) দেখে তার গতিবিধি সন্দেহজনক হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চলানো হয়। এ সময় সাড়ে চার হাজার ইয়াবা পাওয়া যায়।

ওসি আরও জানান, আটক আব্দুল্লাহ টেকনাফ উপজেলার পুরাতন নয়াপাড়া এলাকার মৃত মাহমুদ উল্লাহের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ঝিলংজা বিসিক শিল্প এলাকা থেকে একটি ট্রাক থেকে ৪৫ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ ট্রাকচালক জসিম ও আলমকে আটক করা হয়। জসিম উখিয়া উপজেলার সওদাগরপাড়ার মৃত নুর আহম্মদ এবং আলম চকরিয়ার ঢেমুশিয়ার মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে।   

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।