ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও শিল্পপতি সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)।

প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে মঙ্গলবার (১৫ জানুয়ারি) সালমানকে এ নিয়োগ দিয়েছেন।

এ নিয়োগ অবৈতনিক এবং পদটিতে থাকাকালে সালমান এফ রহমান মন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি সালমান এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমআইএইচ/এইচএ/

** প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।