ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে স্থাপনা: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
সীমান্তে স্থাপনা: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব রাষ্ট্রদূত উ লুইন

ঢাকা: মিয়ানমার সীমান্তে শূন্য রেখার ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা তৈরির প্রতিবাদে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত উ লুইনকে তলব করেছে ঢাকা। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, মিয়ানমারের রাষ্ট্রদূতকে বিকেল ৪টায় তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতকে কূটনৈতিক প্রতিবাদপত্র তুলে দেন।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মিয়ানমার সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে দেশটি পাকা স্থাপনা তৈরি করেছে বলে জানতে পেরেছে  বাংলাদেশ। সে অনুযায়ী মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে এ ঘটনার ব্যাখ্যাও চাওয়া হয়েছে। তবে মিয়ানমারের রাষ্ট্রদূত পাকা স্থাপনা তৈরির বিষয়টি অস্বীকার করেছেন।

তিনি জানিয়েছেন, সেখানে পাকা স্থাপনা নয়, অস্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে। আর সেটা করা হয়েছে, সীমান্তের ৩শ গজের বাইরে।  

তবে ঢাকার প্রতিবাদ তিনি নেপিদোকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।