ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়ন দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: আমু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
উন্নয়ন দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: আমু আমির হোসেন আমু। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এলকার উন্নয়নের জন্য এখন আর আপনাদের কোন চিন্তা করতে হবেনা। উন্নয়নের ছোঁয়া আপনাদের দোরগোড়ায়  পৌঁছে দেয়া হবে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির হোসেন আমু বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সংর্বধনা প্রদান করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তসলিম চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘন্টা, জানুয়ারী ১৬, ২০১৯
এমএস/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।