ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রতিপক্ষের হামলায় কাবুল হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শত্রুতার জের ধরে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।  

নিহত কাবুল হোসেন মাঠপাড়া গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, দু’দিন আগে ধানকাটা নিয়ে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার নজু কারিগরের ছেলে নাজমুলকে মারধর করেন কাবুল হোসেন। এরই জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে কাবুল হোসেনকে ডেকে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার রমজান মোল্লার বাড়ির পেছনে নিয়ে যান নাজমুলের নেতৃত্বে ফড়ং, নয়ন, জয়েন, বাবুল ও সনিরুল।  

পরে নাজমুলসহ সঙ্গীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মাঠের মধ্যে ফেলে রাখে।  

খবর পেয়ে পরিবারের লোকজন কাবুল হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।