ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে পথচারীর হামলায় ২ যাত্রী আহত, হামলাকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
শিবচরে পথচারীর হামলায় ২ যাত্রী আহত, হামলাকারী আটক বাম থেকে আহত এক ব্যক্তি ও আটক হামলাকারী। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে যাত্রীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন এক পথচারী। এতে দুই যাত্রী আহত হয়েছেন। 

বুধবার (১৬ জানুয়ারি) সকালে শিবচর পৌর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী মোবারক মোল্যাকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

শিবচর থানা সূত্রে জানা গেছে, শফিকুর রহমান ওরফে মোবারক মোল্যা নামের এক পথচারী বাসস্ট্যান্ড মোড়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় যাত্রীবেশে তিনি ফরিদপুরগামী আন্তঃজেলা বাসে উঠে যাত্রীদের সঙ্গে অকারণে বাক-বিতণ্ডা শুরু করেন।

যাত্রীরা প্রতিবাদ করলে মোবারক মোল্যা যাত্রীদের ওপর চড়াও হন। একপর্যায়ে তার পকেটে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে শফিকুর রহমান পাশা (৩৫) ও ইউনুস হাওলাদার (৬০) নামে দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবচর থানা পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় হামলাকারী মোবারক মোল্যাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।