ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গুড়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
ভাঙ্গুড়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে এম আই মানিক (৪২) নামে এক ভুয়া (এমবিবিএস) চিকিৎসককে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ভেড়ামারা বাজার থেকে তাকে আটক করা হয়। মানিক পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার পার ফরিদপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

 

ভাঙ্গুড়া থানার উপ-পরির্দশক (এসআই) একরামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। মানিক দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুদুর রহমান।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।