ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে লঞ্চের ধাক্কায় একজনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
মেহেন্দিগঞ্জে লঞ্চের ধাক্কায় একজনের মৃত্যু

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ইউনুস সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার পাতারহাট লঞ্চঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস সরদার মেহেন্দিগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ধুলিয়া মধ্যচর গ্রামের বাসিন্দা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানান, ইউনুস সরদার তার নাতি-নাতনিদের ঢাকা যাওয়ার জন্য একটি নৌকায় করে পাতারহাট লঞ্চঘাটে মাঝ নদীতে নোঙ্গর করা এমভি ইয়াদ লঞ্চে তুলে দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে এমভি চন্দ্রদ্বীপ নামের অপর একটি লঞ্চ এসে নৌকায় দাঁড়িয়ে থাকা ইউনুস সরদারকে এমভি ইয়াদ লঞ্চের সঙ্গে চাপা দেয়। এতে ইউনুস সরদার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।