ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় এক ঘর থেকে ফাঁস লাগানো ২ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
খুলনায় এক ঘর থেকে ফাঁস লাগানো ২ মরদেহ উদ্ধার দুইজনের মরদেহ, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় এক ঘর থেকে ফাঁস লাগানো অবস্থায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন- সোনাডাঙ্গা বাস টা‌র্মিনালের এক‌টি লেদ কারখানার মি‌স্ত্রি মো. আক্তার (৪৫) ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) সামনের হাসানবাগের বা‌সিন্দা ক‌বির হোসেনের ছেলে মেহেদী হাসান (১৭)।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা ট্রাক টা‌র্মিনাল এলাকার এক‌টি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগা‌নো অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পু‌লিশ।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে জানান, মরদেহ ২টির গলায় গামছা ও র‌শি দিয়ে ফাঁস লাগানো ছিলো। প্রাথ‌মিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।