ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৩৫ পিস ইয়াবাসহ সাব্বির হোসেন (৩৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।  এর আগে শুক্রবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে তাকে আটক করা হয়।

সাব্বির উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মন্টু মিয়ার ছেলে।  

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল রউফ বাংলানিউজকে জানান, শুক্রবার দিনগত রাতে উপজেলার একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ৩৫ পিস ইয়াবাসহ সাব্বিরকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।