ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসীর স্ত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসীর স্ত্রী খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের কড়ুইতলা ত্রিবেনী পুল এলাকায় নাইমা রহমান (৩৮) নামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাইমা থাইল্যান্ড প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী।

তাদের মেয়ে নবম শ্রেণিতে ও ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত নাইমা তার সন্তানদের নিয়ে ওই এলাকার আমিনুর ইসলাম মনার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। দুর্বৃত্তরা ওই গৃহবধূকে কুপিয়ে হত্যার পর শরীরে আগুন ধরিয়ে দেয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।