ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
না’গঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৪ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি টেনে তোলা হচ্ছে, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মাইক্রোবাস উল্টে খাদে পড়ে চার জন নিহত হয়েছেন।

রোববার (২০ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে।

এরা হলেন- সদর পৌরসভার বাঘানগর এলাকার মোমেন, ব্রাহ্মনদী ইউনিয়নের মারওয়ারদী এলাকার শহিদুল্লাহ ও মাইক্রোবাসচালক রাজু।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বিষয়টি বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে বস্তল এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয়। তারা নেশাগ্রস্ত ছিলেন।

তিনি আরও জানান, নিহতদের স্বজনরা কোনো কিছু না জানিয়েই মরদেহগুলো নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।