ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক গ্রেফতার 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক জাকির দেওয়ানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তাকে মুন্সিগঞ্জ আদালতে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।

রোববার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলার পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

ট্রলারের মালিক জাকির দেওয়ান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আকবর নগর গ্রামের মন্নাম দেওয়ানের ছেলে।

 

দুপুর আড়াইটার দিকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পলাতক ট্রলার মালিক জাকির দেওয়ানকে গ্রেফতার করা হয়। গজারিয়া থানা পুলিশ তাকে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকা থেকে গ্রেফতার করে। তাকে মুন্সিগঞ্জ আদালতে নিয়ে আসা হচ্ছে।  

বেপরোয়াভাবে নৌযান চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণহানির অপরাধে শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম গজারিয়া থানায় মামলাটি দায়ের করেন।  

মামলার প্রধান আসামি মাদারীপুর জেলার শিবচর থানার হাজী শুকুর হাওলাদার কান্দি এলাকার মৃত করিম বেপারির ছেলে সারেং মো. হাবিব (৫৫) এবং অজ্ঞাত মালবাহী জাহাজের চালক।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।