ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে সীমান্ত ব্যাংকের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
দৌলতপুরে সীমান্ত ব্যাংকের শাখা উদ্বোধন সীমান্ত ব্যাংকের শাখা উদ্বোধন করেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল বেনজীর আহমেদ। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকা প্রাগপুর বাজারে সীমান্ত ব্যাংকের ১৪ তম শাখা ও ১৫ তম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২০ জানুয়ারি) বেলা ১১টায় প্রাগপুর বাজারে এ ব্যাংকের শাখা ও এটিএম বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল বেনজীর আহমেদ।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সীমান্ত ব্যাংকের চিফ অপারেটিং অফিসার রফিকুল ইসলাম, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, রুপালী ব্যাংক হোসেনাবাদ শাখা ব্যবস্থাপক আব্দুল হাকিম, দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।