ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ ইয়াবাসহ আটক

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আট হাজার সাত পিস ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১০)।

আটককৃতরা হলেন- রুবেল, আহেম্মেদ জায়েদ বীন বাশার ওরফে জিমি ও মুর্শিদা বেগম ওরফে রুনা।
 
রোববার (২০ জানুয়ারি) বিকেলে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়।


 
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রাজধানীর গেন্ডারিয়া থানার শরৎচন্দ্রগুপ্ত লেনে অভিযান চালিয়ে রুবেল ও জিমি নামে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা, দু’টি মোবাইল ফোন সেট এবং মাদক বিক্রির ১ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার  করা হয়।  
 
দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অপর এক অভিযানে দুই হাজার সাত পিস ইয়াবাসহ মুর্শিদা বেগম ওরফে রুনাকে আটক করা হয়েছে।
 
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সিনিয়র এএসপি মিজানুর রহমান।  
 
বাংলাদেশ সময়: ২৩২০ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।