ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
কসবায় ইয়াবাসহ আটক ২ ইয়াবাসহ আটক

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৪০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।

রোববার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন ধজনগর গ্রামের আফতাব মিয়ার ছেলে শাফায়াত মিয়া (২২) ও বড়ঠোঁটা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রানা মিয়া (৪০)।

র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ধজনগর গ্রামে অভিযান চালিয়ে শাফায়াত ও রানাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০২০ঘন্টা, জানুয়ারি ২১, ২০১৯
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।