ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা উন্নয়ন কমিটির অবস্থান ধর্মঘট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
খুলনা উন্নয়ন কমিটির অবস্থান ধর্মঘট খুলনা উন্নয়ন কমিটির অবস্থান ধর্মঘট, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা মহানগরের ময়ূর নদীসহ সংযুক্ত ২২ টি খালের সব অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে নগর ভবনের সামনে সংগঠনটির উদ্যোগে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। একই দাবিতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেন ও পরিচালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু, মো. মিজানুর রহমান জিয়া।

সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ জামান, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম দাউদ আলী, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, বিশিষ্ট নাগরিক নেতা ও সুজন জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন নাজমুল আহমেদ স্বপন, সিপিবির নগর সভাপতি এইচ এম শাহাদত হোসেনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী নেতা অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা মহানগরের জলাবদ্ধতা দূরীকরণ, সরকারি ও বেসরকারি জলাশয় সংরক্ষণ, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনসহ পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগর গড়ার দাবি জানান। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো চার ও ছয় লেনে উন্নিতকরণসহ পর্যটনশিল্প ও বিনোদনের কেন্দ্র উন্নয়নের দাবি জানানো হয় কর্মসূচিতে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।