ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরা: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী ও আপন বিশ্বাস (৮) নামে একটি শিশু নিহত হয়েছে। 

সোমবার (২১ জানুয়ারি) সকালে সদর উপজেলার নলদাহ গ্রামে এবং দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মীন্দর এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে হাজীপুর সম্মিলনী কলেজ থেকে প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তমাল।

পথে স্থানীয় নলদাহ মোড়ে পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তমাল মারা যায়।  

তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তন্ময় বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় হাজীপুর সম্মিলনী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

এদিকে, দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মীন্দর এলাকায় রাস্তা পার হচ্ছিলো আপন। এসময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। আপন রাজবাড়ী জেলার তারাপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।