ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
বেগমগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় বাসের চাপায় অটোরিকশায় থাকা দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন। 

সোমবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ি-চৌমুহনী সড়কের মিরওয়ারিশপুর এলাকার রাশেদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে নূরুন্নাহার আক্তার লাভলী (২৮) নামে এক নারীর নাম জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় নিহত লাভলীর মেয়ে ও দেবর নাজিম উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

নিহত লাভলী বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামের সোহাগ মেম্বার বাড়ির সামছুল হাসান সেলিমের স্ত্রী।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সার্ভিস নামে একটি বাস সোনাইমুড়ি থেকে চৌমুহনীগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এসময় আহত হন আরো পাঁচজন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরো তিনজনকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।