ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ইয়াবা বিক্রির দায়ে ছাত্রলীগ নেতাসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
খুলনায় ইয়াবা বিক্রির দায়ে ছাত্রলীগ নেতাসহ আটক ৪ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমান

খুলনা: খুলনায় ইয়াবা বিক্রির দায়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) বিকেলে শেখ পাড়ার একটি গলি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

 

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে বলেন, প্রথমে সানি ও তুষারকে আটক করা হয়। সানির কাছে ৩৫ পিস ও তুষারের কাছে তিন পিস ইয়াবা পাওয়া যায়। তারা জানান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমানের হয়ে তারা ইয়াবা বিক্রি করেন। পরে শেখ পাড়ার একটি গলি থেকে আরমান ও তার সঙ্গে থাকা হোসেনকে আটক করা হয়। আরমানের কাছে নয় পিস ও হোসেনের কাছ থেকে তিন পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসি জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে সোমবার সন্ধ্যায় ইয়াবাসহ আটক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমু সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।