ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ২ বেকারিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
লালমনিরহাটে ২ বেকারিকে জরিমানা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ২ বেকারিকে জরিমানা। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধের দায়ে লালমনিরহাটের দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বড়বাড়িহাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়।  

ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বাজারজাতের দায়ে তৃপ্তি বেকারিকে ২০ হাজার ও ইউসুফ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসব বেকারি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোনো অনুমোদন ছাড়া এবয় মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই প্যাকেট করে খাদ্য সামগ্রী বিক্রি করে আসছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় মণ্ড করে টোস্ট তৈরি করছিল।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।