ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে থেকে আটক ৬ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
সিলেটে থেকে আটক ৬ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত সিলেট থেকে আটক শিশুসহ ছয় রোহিঙ্গা। ছবি: বাংলানিউজ

সিলেট: কক্সবাজারের উখিয়া কুতুপালংয় রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ছয় রোহিঙ্গা সিলেট থেকে আটক হয়েছে। পরে তাদের পুলিশ হেফাজতে কক্সবাজারের উখিয়া কুতুপালংয় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক রোহিঙ্গারা হলেন- মিয়ানমারের আরাকান রাজ্যের সাহেব বাজারের সেলিম মিয়ার স্ত্রী জুলেখা (২২), তার শিশু কন্যা আছেফা, হাজেরা খাতুন (৬৫), মত্তুল হোসেনের ছেলে মো. সেলিম (২৫), মেয়ে ইয়াছমিন আরা (১২), নুর কালিমা (১০)।


 
এতে বলা হয়, সিলেট মহানগরের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়। পরে আটক ছয় রোহিঙ্গাকে পুলিশ হেফাজতে কক্সবাজারের উখিয়া কুতুপালংয় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।